গরম আদা চা খান, শরীর ঠাণ্ডা হবে দ্রুত

অত্যাধিক গরমে নাজেহাল আট থেকে আশি। এই সময় প্রয়োজনীয় রিফ্রেশিং পানীয়। আইসড টি বা ঠাণ্ডা চা এই সময় অনেকেই পান করেন। কিন্তু গরমকালে আদা চায়ের…

অত্যাধিক গরমে নাজেহাল আট থেকে আশি। এই সময় প্রয়োজনীয় রিফ্রেশিং পানীয়। আইসড টি বা ঠাণ্ডা চা এই সময় অনেকেই পান করেন। কিন্তু গরমকালে আদা চায়ের গুণকে একদমই উপেক্ষা করা যাবেনা। গরম চা হয়ত গরমকালে পান করতে ভালো লাগবেনা। তবে এই গরমেই আদা চায়ের স্বাস্থ্যের উপকারিতা অনেক। শুধু শীতকালেই নয়, গরমেও পান করুন আদা চা।

Advertisements

আদা চা রয়েছে নিরাময় এবং স্বাস্থ্য উপকারী বৈশিষ্ট্য যা আমার শরীরকে গরমে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়ন্ত্রিত মাপে আদা চা খেলে গরমকালের কিছু রোগ প্রতরোধ করতে সাহায্য করবে। তবে দিনে ৪ গ্রামের বেশি পান করা চলবেনা গরমকালে। আদা চা ত্বক এবং চুলকে ভালো রাখে। তবে অত্যাধিক পান করা চলবেনা গরমকালে।

Advertisements

গরমে আদা চা পান করার স্বাস্থ্য উপকারিতা কী কী?

১। আদাতে রয়েছে প্রাকৃতিক শীতল বৈশিষ্ট্য যার ফলে শরীরে ঘাম হয় এবং এর ফলে শরীরের তাপমাত্রা কমিয়ে শরীরকে ঠাণ্ডা করে।

২। আদা চা শরীরকে হাইড্রেট করে যা অন্যন্য পানীয় করেনা। শুধু যে তৃষ্ণা মেটায় আদা চা এমনটা নয়। শরীরে প্রয়োজনীয় তরল পূরণ করে।

৩। গরমকালে পেটের সমস্যা দেখা দেয়। আদা চা তা দূর করতে সাহায্য করে।

চা আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে সন্ধ্যের চা, সারাদিনে চা ছাড়া অনেকেরই চলেনা। অফিসের কাজ, সে ওয়ার্ক ফ্রম হোম হোক কী ওয়ার্ক ফ্রম অফিস, চা চাই-ই-চাই। চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য থাকে। চায়ে কফির তুলনায় কম ক্যাফিন থাকে। তবুও কখনও চা খাওয়াটা মাত্রা ছাড়া হওয়া উচিত নয়।