Murshidabad: পঞ্চায়েতে মনোনয়নে সংঘর্ষ, বাম হামলায় পালাল তৃ়ণমূল

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ছড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। বা়ঁকুড়ার বিজেপি বিধায়ককে তাড়া করার ছবি হয়েছে…

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ছড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। বা়ঁকুড়ার বিজেপি বিধায়ককে তাড়া করার ছবি হয়েছে ভাইরাল। প্রধান বিরোধী দলের বিধায়ক পালিয়ে বাঁচেন। তবে মুর্শিদাবাদে (murshidabad) উল্টো ছবি। এখানে সিপিআইএমের আক্রমণে পালাল শাসক তৃণমূল।

মনোনয়ন জমার জন্য রানিনগর ১ নম্বর ব্লকে চলছিল সিপিআইএম প্রার্থীদের নিয়ে মিছিল। অভিযোগ সরকারি দফতরের সামনে পথ আগলে মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল সমর্থকরা। শুরু হয় সংঘর্ষ। আচমকা বাম সমর্থকরা তেড়ে গিয়ে তৃণমূল সমর্থকদের পেটাতে থাকেন। তাড়া খেয়ে পালায় তৃ়ণমূল সমর্থকরা।

   

দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। জেলার সাগরদিঘি উপনির্বাচনে তৃ়ণমূলের পরাজয় ও বাম কংগ্রেস জোটের জয় হলেও বিধায়ক পরে টিএমসিতে যোগ দেন। এর জেরে সাগরদিঘি উত্তপ্ত। এখানেও মনোনয়ন জমা ও পঞ্চায়েত ভোটে সংঘর্ষের প্রবল আশঙ্কা থাকছে।