Jalpaiguri: চলছে তৃণমূল প্রচার, ফুলবাড়িতে ফুলের দখলে দেয়াল

পঞ্চায়েত ভোটের (panchayat election) বাজনা বাজতেই শাসকদল তৃণমূল কংগ্রেস জোর কদমে ময়দানে নামল। দলীয় গোষ্ঠিদ্বন্দ্বের বিস্তর অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস। প্রার্থী কে তা জানা নেই…

পঞ্চায়েত ভোটের (panchayat election) বাজনা বাজতেই শাসকদল তৃণমূল কংগ্রেস জোর কদমে ময়দানে নামল। দলীয় গোষ্ঠিদ্বন্দ্বের বিস্তর অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস। প্রার্থী কে তা জানা নেই অধিকাংশ জায়গায়। তবে এলাকাভিত্তিক নিজ নিজ গোষ্ঠির সমর্থকদের নিয়ে নেতাদের প্রচার শুরু। জলপাইগুড়ির (Jalpaiguri) ডাবগ্রাম-ফুলবাড়িতে দেয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূল সমর্থকরা।

তৃ়নমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ঘিরে সর্বসম্মতিক্রমে প্রার্থী বাছাইয়ে হয়েছিল একের পর এক বিশৃঙ্খলা। গোষ্ঠি সংঘর্ষ। যার জেরে রীতিমতো বিব্রত ছিলেন অ়ভিষেক।

ডাবগ্রাম ফুলবাড়ি রাজ্যের হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের খাস এলাকা। এখানে তৃ়নমূলের প্রচার চলছে জোরদার। গৌতম দেব বর্তমানে প্রতিবেশি জেলা দার্জিলিংয়ের শিলিগুড়ি পুরনিগমের মেয়র। তিনি নিজ এলাকায় প্রচারে আসবেন বলে জানি়য়েছেন স্থানীয় টিএমসি নেতারা।