Impact of Tattoos: শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করিয়েছেন? জানেন কী এর প্রভাব

খেলোয়ার থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, এখন ট্রেন্ডে এসে দাঁড়িয়েছে সবার শরীরে থাকা বিশেষ নকশা ট্যাটু। আগে যেটাকে উল্কি বলে আখ্যা দেওয়া হতো। অনেকেই শরীরের বিভিন্ন অংশজুড়ে ট্যাটু করাতে বেশ পছন্দ করেন।

Effects of Tattoos on Various Body Parts: What You Need to Know

খেলোয়ার থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, এখন ট্রেন্ডে এসে দাঁড়িয়েছে সবার শরীরে থাকা বিশেষ নকশা ট্যাটু (Tattoos)। আগে যেটাকে উল্কি বলে আখ্যা দেওয়া হতো। অনেকেই শরীরের বিভিন্ন অংশজুড়ে ট্যাটু করাতে বেশ পছন্দ করেন।

তবে তার যে বিভিন্ন খারাপ দিক রয়েছে, তা সম্পর্কে অনেকে অবগত নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন ট্যাটুতে রয়েছে আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ, সিসা এই জাতীয় বিভিন্ন যৌগ পদার্থ। যেগুলি হার্ট, লিভার, ফুসফু,স কিডনির ক্ষতি করে। ট্যাটু থেকে হতে পারে আরো বিভিন্ন রকমের সমস্যা।

এর মধ্যে প্রথমেই আসে বিভিন্ন রক্ত বাহিত রোগ। ট্যাটু করা হয় সুচের মাধ্যমে, যার ফলে একটি সুচ অন্যজনের ক্ষেত্রে ব্যবহার হলে তার দ্বারা রক্তবাহিত রোগ হতে পারে। এছাড়া যদি যন্ত্রপাতি ভালো করে পরিষ্কার না থাকে হেপাটাইটিস বি , এইচ আই ভি এই জাতীয় রোগ হতে পারে।ট্যাটুতে বিভিন্ন ধরনের ধাতু থাকে, যেগুলি থেকে শরীরের র‍্যাস হতে পারে।

এছাড়া ত্বকে এলার্জি সৃষ্টি হতে পারে। ট্যাটু করা জায়গা থেকে চুলকানিও হতে পারে। যারা ট্যাটু করে তাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। না হলে রক্ত দ্বারা সংক্রমণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়ার আনাগোনা শুরু হয়।