Oil for Hair: চুলের পুষ্টি লুকিয়ে সর্ষের তেলে, ফল মিলবে হাতেনাতে

Oil for Hair: গরমে শরীরের যত্ন এবং ত্বকের যত্ন আমরা সকলেই নই কিন্তু চুলের যত্ন সেভাবে নেয়া হয় না। অন্যদিকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুল তাদের কাছে অত্যন্ত প্রিয় তবে এই গরমে ত্বকের খেয়াল রাখলেও চুলের খেয়াল সেভাবে রাখা হয় না। যা

Mustard Oil for Hair - Unlocking the Hidden Nutrients

Oil for Hair: গরমে শরীরের যত্ন এবং ত্বকের যত্ন আমরা সকলেই নই কিন্তু চুলের যত্ন সেভাবে নেওয়া হয় না। অন্যদিকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুল তাদের কাছে অত্যন্ত প্রিয় তবে এই গরমে ত্বকের খেয়াল রাখলেও চুলের খেয়াল সেভাবে রাখা হয় না। যার ফলে সারাদিন ধুলোবালিতে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে চুরি একই সাথে স্ক্লাফে জমতে শুরু করে ঘাম।

অন্যদিকে গরমকালে রোদে বের হলে ত্বকের সাথে সাথে চুলের বারোটা বেজে যায়। যার ফলে চুল পড়ে যাওয়া চুলের ডগা ফেটে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। কিন্তু সারাদিনে কাজের চাপে চুলের যত্ন আর সেই ভাবে নেওয়া হয় না, পাশাপাশি চুলের যত্ন নিতে অনেকেই ব্যবহার করেন বাজার চলতি সিরাম।

যা চুলের প্রাকৃতিক সৌন্দর্য্যকে নষ্ট করে, সাময়িক ভাবে দেখতে ভালো লাগলেও তা আমাদের চুলের পক্ষে একেবারেই ভালো নয়। বরং তার থেকে চুল পড়ে যাওয়া কিংবা হঠাৎ পেকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন বাজার চলতি সিরামের বদলে ভরসা রাখুন বাড়ির তৈরি সিরামে।

হেয়ার সিরাম বানানোর জন্য ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের পাশাপাশি চুলের যত্ন নিতে সাহায্য করে, তাছাড়া কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রথমে সামান্য পরিমাণে অ্যালোভেরার জেল নিতে হবে তারপর মিশিয়ে নিতে হবে গোলাপ জল এবং নারকেল তেল তারপরে প্রতিদিন সেই মিশ্রণ সামান্য পরিমাণে মাথায় দিতে হবে। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চুল প্রাণ ফিরে পেয়েছে। অন্যদিকে সপ্তাহে একদিন রাতের বেলা ঘুমানোর আগে মাথায় সরষের তেল মাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যার ফলে চুলে পুষ্টির অভাব হবে না এবং পরের দিন সকালে মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।