Mocha Cyclone: ‘মোকা’ মোকাবিলায় তৈরি লালবাজারে কন্ট্রোলরুম-সহ কলকাতা পুলিশ

ঘূর্ণিঘড় ‘মোকা’র (Mocha Cyclone) মোকাবিলায় সক্রিয় কলকাতা পুলিস। কলকাতা পুলিস সূত্রে খবর, এই ঘূর্ণিঘড় মোকাবিলায় লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Kolkata Police and Lalbazar Control Room Prepared for Mocha Cyclone

ঘূর্ণিঘড় ‘মোকা’র (Mocha Cyclone) মোকাবিলায় সক্রিয় কলকাতা পুলিস। কলকাতা পুলিস সূত্রে খবর, এই ঘূর্ণিঘড় মোকাবিলায় লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

লালবাজারের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কলকাতা পুলিসের এসিপি জানান, ডিএমডি,কেএমসি,সিইএএসসি ইত্যাদি দফতরের সঙ্গে যোগাযোগ থাকবে এই কন্ট্রোল রুমের।

   

কোনো ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই থানা ভিত্তিক এলাকা গুলিতে পুলিস বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দফতরের বাহিনী পাঠিয়ে মোকাবিলা করা হবে।
সরকারের তরফে ঘূর্ণিঝড় ‘মোকা’র মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা, নবান্নে কন্ট্রোল রুম খোলার কথাও জানানো হয়েছিল। রবিবার সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে কলকাতা পুলিসের কন্ট্রোল রুম।

লালবাজার সূত্রে খবর, রবিবার থেকেই দিনে ৩ শিফটে ওই কন্ট্রোল রুমে বিপর্যয় মোকাবিলার সঙ্গে ডিএমডি,কেএমসি,সিইএসসি,দফতরের একজন আধিকারিক থাকবেন। তাদের সাহায্যেই প্রতিটি থানা এলাকায় সংশ্লিষ্ট দফতরের বাহিনী পাঠানো হবে।

লালবাজার সূত্রের খবর, ওই কন্ট্রোলরুম গুলির কয়েকটি নম্বর চালু করা হয়েছে, যাতে বিপদের সম্মুখীন হলেও ওই কন্ট্রোল রুমের সাহায্য নিতে পারে মানুষ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৮ মে এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে পরিণত হবে। তারপর ৯ মে এটি বঙ্গোপসাগর থেকে আরও জলীয় বাষ্প সংগ্রহ করে গভীর নিম্নচাপে পরিণত হবে।

পরিস্থিতি মোকাবিলায় লালবাজারের কন্ট্রোল রুম নম্বর গুলি হলো, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২৫০ ৫১৪৬। এর পাশাপাশি লালবাজারের কন্ট্রোল রুমের হোয়াটস‌ অ্যাপ নম্বর ৯৪৩২৬১০৪৫০।