আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় মৃতার পরিচয় প্রকাশ ও সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। কাঠগড়ায় শহরের দুই বিশিষ্ট চিকিৎসকও। রবিবারই কলকাতা পুলিশের পক্ষে তলব করা হয়েছিল ডাঃ কুণাল সরকার, ডাঃ সুবর্ণ গোস্বামীকে। সোমবার এই দুই চিকিৎসক লালবাজারে হাজিরা দেন। দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল করেন ডাঃ কুণাল সরকার, ডাঃ সুবর্ণ গোস্বামী সহ বহু চিকিৎসক ও আন্দোলনকারী লালবাজারের উদ্দেশে রওনা দেন। মাঝপথে ফিয়ার্স লেনের কাছে তাঁদের আটকায় উর্দিধারীরা। সামান্য উত্তেজনা ছড়ায়। এরপর, ডাঃ সরকার ও গোস্বামী কলকাতা পুলিশের সদর কার্যালয়ে ঢুকে যান।
এ দিনের মিছিল থেকে ডাঃ কুণাল সরকার কড়া সুরেই জানিয়ে দেন, প্রশ্নের জবাব দেওয়ার মতো স্বচ্ছতা, মানসিক জোর তাঁদের আছে। আরজি কর কাণ্ড নিয়ে তাঁদের সরব হওয়ার নেপথ্যে কোনও দূরভিসন্ধি নেই। বলেন, ‘এটা বিভেদের সময় নয়। আমাদের যে কারণে পুলিশ ডেকে পাঠিয়েছে, সেই প্রশ্নোত্তর হোক। প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক স্বচ্ছতা, বুদ্ধি আমাদের আছে। এসব নিয়ে কিছু বক্তব্য রাখার সময় আমাদের মনে কোনও দূরভিসন্ধি ছিল না। তাই যা প্রশ্ন হবে, জবাব দেব। কিন্তু পাশাপাশি সরকারকেও বলতে চাই, চিকিৎসকরা অনেক কষ্ট করে পরিষেবা দেন। সরকারি, বেসরকারি সব হাসপাতালে তাঁদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হোক।’
‘গত ৬ দিনে কি করল সিবিআই?’ অস্বস্তির মাঝেই পাল্টা সুর তৃণমূলের
আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর থেকেই গর্জে উঠেছে চিকিৎসক মহল। সোশাল মিডিয়া জুড়ে প্রতিবাদী পোস্ট, প্রশাসন, হাসপাতালের সমালোচনা। বিশিষ্ট চিকিৎসক তথা সমাজকর্মী হিসেবে খ্যাত ডাঃ কুণাল সরকার, ডাঃ সুবর্ণ গোস্বামী এ নিয়ে সরব হয়েছেন। আর ঘটনার তদন্তে নেমে লালবাজারের স্ক্যানারে তাঁদের সোশাল মিডিয়া পোস্ট। গুজব ছড়ানোর অভিযোগে এই তিন বিশিষ্ট চিকিৎসককে তলব করে কলকাতা পুলিশ। সোমবার তাঁদের হাজিরা দেওয়ার নির্দিষ্ট দিন।
চিকিৎসকদের তলব নিয়েও পুলিশের বিরুদ্ধে সরব নাগরিক সমাজ। যার পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন? চিকিৎসকদের মিছিল কী বলবে?’