হোস্টেলের খাবার খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ নিষ্পাপ শিশু

এবার বড় ঘটনা ঘটে গেল রাজ্যে। হোস্টেলের খাবার (Food Poison) খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ নিষ্পাপ শিশু। এছাড়া হাসপাতালে ভর্তি আরও অনেকে। চাঞ্চল্যকর এই…

এবার বড় ঘটনা ঘটে গেল রাজ্যে। হোস্টেলের খাবার (Food Poison) খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ নিষ্পাপ শিশু। এছাড়া হাসপাতালে ভর্তি আরও অনেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। হ্যাঁ ঠিকই শুনেছেন।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার কোটাভুরাতলা মণ্ডলের কৈলাসা পাটনামে একটি ধর্মীয় সংগঠন পরিচালিত একটি হোস্টেলে খাদ্যে বিষক্রিয়ায় চার শিশুর মৃত্যু হয়েছে। এরইসঙ্গে ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আনকাপল্লি ও বিশাখাপত্তনম জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন শিশুর চিকিৎসা চলছে।

   

আনাকাপল্লির কালেক্টর বিজয় কৃষ্ণান জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কোটাভুরাতলা মণ্ডলের কৈলাসা গ্রামে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আনাকাপল্লির জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণানকে অন্যান্য আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জেলাশাসককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদিন আগে (শনিবার) ভেজাল খাবার খেয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

এই ঘটনায় প্রথমে ৩ জন শিশুর মৃত্যুর খবর মেলে। কিন্তু পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।