Weather: চৈত্রে কালবৈশাখীর পরিস্থিতি, রবিতেও ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হতে পারে বাংলা

বাংলার আবহাওয়া (Weather) নিয়ে এবার ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর মৌসম ভবন। আজ রবিবার রীতিমতো ঝড়, বৃষ্টির তাণ্ডব চলবে বাংলাজুড়ে বলে ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা।…

বাংলার আবহাওয়া (Weather) নিয়ে এবার ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর মৌসম ভবন। আজ রবিবার রীতিমতো ঝড়, বৃষ্টির তাণ্ডব চলবে বাংলাজুড়ে বলে ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। কালবৈশাখী ঝড় তো আসছেই সেইসঙ্গে আজ ও আগামী কয়েকদিন তেড়ে বৃষ্টি নামবে বাংলায়।

জানা গিয়েছে, আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসং ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকি কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি অবধি হতে পারে। এই বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। যদিও এই বৃষ্টির জেরে বাংলার তাপমাত্রার খুব একটা হেরফের কিন্তু হবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের বিভিন্ন জেলায়। আজ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।