Indian Navy: আইএনএস কলকাতার আক্রমণে জলদস্যুরা বন্দি, উদ্ধার বাংলাদেশি নাবিকরা

মহাসাগরে ফের ভারতীয় নৌবাহিনীর হামলায় পর্যুদস্ত জলদস্যুরা। ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতার হামলায় ৩৫ জন জলদস্যু বন্দি। নৌ সেনা সূত্র উদ্ধৃত করে আকাশবাণী সংবাদ জানাচ্ছে,…

Indian Navy

মহাসাগরে ফের ভারতীয় নৌবাহিনীর হামলায় পর্যুদস্ত জলদস্যুরা। ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতার হামলায় ৩৫ জন জলদস্যু বন্দি। নৌ সেনা সূত্র উদ্ধৃত করে আকাশবাণী সংবাদ জানাচ্ছে, জলদস্যুদের কব্জা থেকে ১৭ জন   নাবিককে পুরোপুরি মুক্ত করা গেছে।

আকাশবাণী সংবাদ সূত্রে খবর, ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে জলদস্যুরা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েন  (MVRuen) নামে একটি জাহাজকে কব্জা করেছিল। বন্দি বাংলাদেশি নাবিকদের উদ্ধার করতে অভিযানে নামে ভারতের নৌ সেনা।  প্রায় ৪০ ঘন্টার অভিযানের পর নাবিকদের মুক্ত করতে সক্ষম হয়।

তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর,এমভি রুয়েন মাল্টা দেশের বাণিজ্য জাহাজ। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর এই জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছ থেকে অপহরণ করে জলদস্যুরা। এই জাহাজটি দিয়েই জলদস্যুরা হামলা করত। 

বিবিসি জানাচ্ছে, আরও একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নাবিকদের পণবন্দি করেছে সোমালিয়ার জলদস্যুরা। ২৩ নাবিক পণবন্দি। ওই বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর অবস্থান বারবার বদল করছে জলদস্যুরা। 

ভারতীয় নৌ বাহিনী সূত্রে খবর, সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশের এমভি আব্দুল্লাহ পণবন্দি নাবিকদের উদ্ধার করতে চেষ্টা চালানো হচ্ছে।

বিবিসি’র খবর  জলদস্যুরা বর্তমানে জাহাজটিকে সরিয়ে সোমালিয়ার গদবজিরান উপকূলে নোঙ্গর করেছে।