BJP: ধৈর্য্য ধরুন CAA হবেই ফের সরব দিলীপ ঘোষ

আবারও সিএএ (CAA) ইস্যুতে মুখ খুললেন বিজেপির (BJP)  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধু মতুয়ারা নন, বিজেপি সরকারের…

Dilip Ghosh

আবারও সিএএ (CAA) ইস্যুতে মুখ খুললেন বিজেপির (BJP)  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধু মতুয়ারা নন, বিজেপি সরকারের জামানায় সকলেই নাগরিকত্ব পাবেন। এর আগে সিএএ করতে অনেক সময় লেগেছে। আর কিছুদিন সময় দিন। সকলে একটু ধৈর্য্য ধরুন।’

   

এদিন তিনি আরও বলেন, ‘আমার ধারনা পশ্চিমবঙ্গে পূর্ব বাংলা থেকে আসা প্রায় তিন কোটি মানুষ আছেন। সিএএ হলে তাঁরা নাগরিকত্ব পাবেন। অর্ধেক কাজ হয়ে আছে। বাকি অর্ধেক কাজ করতে একটু সময় চাই। শুধুমাত্র বিজেপি সরকার-ই এই কাজ করতে পারে।’

প্রসঙ্গত, রবিবারই মতুয়া মহাসংঘের বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে ফের সক্রিয় হবে মতুয়ারা। বিশিষ্ট মহলের মতে, মতুয়াদের বৈঠকের পরই দিলীপ ঘোষের মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

অনেকের ধারণা, বিজেপি হয়তো মতুয়াদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। শুধু দিলীপ ঘোষই নন, রবিবার শান্তনু ঠাকুরের বৈঠকের পরে বিকেলে করা সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগেই সিএএ লাগু করা হবে বলে জানান।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মতুয়াদের গড় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভাও করেছিলেন। সেইসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে বলেছিলেন, করোনার টিকাকরণের পরেই নাগরিকত্ব আইন কার্যকর করা হবে। যদিও সাম্প্রতিক সময়ে সরকারের তরফে লোকসভায় জানানো হয়েছে, এই মুহূর্তে সিএএ প্রয়োগের পরিকল্পনা নেই।