Mamata Banerjee: টাকা দাও বলে মোদীর দরবারে মমতার হাজিরা

রাজধানীতে আজ মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। দলের…

Modi-Mamata Meeting

রাজধানীতে আজ মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। দলের নেত্রীও বিভিন্ন সময়ে কেন্দ্রকে দুষেছেন প্রাপ্য টাকা না মেটানো নিয়ে। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে গিয়েই অভিযোগ জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদও।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বিপুল বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের, তাই-ই প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদও।

এই বৈঠক প্রসঙ্গে মমতা বলেছিলেন, “১৯ ডিসেম্বর, আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে অংশ নেব। ২০ ডিসেম্বর, সকাল ১১টায়, আমি কিছু সাংসদের সাথে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করব এবং তারপর ফিরে যাব।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী (কেন্দ্র) আমাদের তহবিল বন্ধ করে দিয়েছেন এবং আমাদের বকেয়া দিতে প্রস্তুত নয়। বাংলাই একমাত্র রাজ্য যার তহবিল বন্ধ হয়ে গেছে।

মমতার ফর্মুলায় ক্ষুব্ধ লালু-নীতীশ

সূত্রের খবর, ভারত জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য মল্লিকার্জুন খার্গের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ লালুপ্রসাদ ও নীতীশ কুমার। মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করায় ক্ষুব্ধ হয়ে লালু ও নীতীশ জোটের বৈঠক থেকে তাড়াতাড়ি চলে যান এবং সাংবাদিক সম্মেলনেও যোগ দেননি।

নীতীশকে কেন্দ্রে পাঠাতে চাইছে আরজেডি

লক্ষণীয় যে, কিছুদিন আগে নীতীশ কুমারের সমর্থনে বিবৃতি দিয়ে লালু বলেছিলেন যে নীতীশ কুমারের সামনে কোনও চ্যালেঞ্জ নেই। আরজেডি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশ কুমারের নাম করার পক্ষে অবস্থান করছে। গতকালও অনেক আরজেডি নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য নীতীশ কুমারের নাম তুলে ধরেন। তেজস্বী যাতে বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন সেজন্য নীতীশ কুমারকে কোনওভাবে জাতীয় রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরজেডি।