ED: মন্ত্রী পার্থর বান্ধবী অর্পিতার ভুয়ো সংস্থা থেকে সরানো হতো টাকা, বিস্তর সম্পত্তি

আমি নির্দোষ। কিছু জানি না। এমনই দাবি করা তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে (ED) ইডি। কোটি কোটি…

আমি নির্দোষ। কিছু জানি না। এমনই দাবি করা তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে (ED) ইডি। কোটি কোটি বেআইনি টাকা সহ ধৃত অর্পিতা ভেঙে পড়ছে জেরায়।

ইডি সূত্রে খবর, অর্পিতার বিরুদ্ধে তদন্তে নেমে তিনটি সংস্থা হাতে পাওয়া গেছে। এর মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং, একটি ট্রেডিং এবং তৃতীয় এন্টারটেনমেন্ট মূলক সংস্থা। ওই সংস্থাগুলির ডিরেক্টর পদে রয়েছে অর্পিতা। এর মধ্যে একটি রয়েছে ডায়মণ্ড সিটি ঠিকানায়, একটি বেলঘরিয়ায়, শেষেরটি রয়েছে রাজডাঙার ঠিকানায়। ইডির অনুমান, এই সংস্থাগুলিকে কাজে লাগিয়ে টাকা সরানো হত।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাকি বান্ধবীদের আতস কাঁচের তলায় আনছে ইডি। পড়ুন সেই খবর:

SSC Scam: অর্পিতা-মোনা…বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হতেই অর্পিতাকে হেফাজতে নেয় ইডি।

বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস।

বেশ কিছু বেনামি দলিলও অর্পিতার বাড়িতে পাওয়া গিয়েছে বলে ইডির তরফে জানানো হয় আদালতে। তাঁকে একদিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের নেল আর্টে বারবার যেতেন অর্পিতা এমনটা জানা গেছে।

রবিবার ব্যাঙ্কশাল আদালতে ইডির তরফে জানানো হয় অর্পিতার বাড়ি থেকে মোট ২১ কোটি ৯০ লক্ষ টাকা মিলেছে। এর পাশাপাশি