SSC Scam: এয়ার অ্যাম্বুলেন্সে পার্থকে ভূবনেশ্বর নিয়ে যাবে ED

বাংলার শিক্ষক দুর্নীতির মামলায় (SSC Scam) নয়া আপডেট।  সোমবার ভোরে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ একেবারে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার…

Partha

বাংলার শিক্ষক দুর্নীতির মামলায় (SSC Scam) নয়া আপডেট।  সোমবার ভোরে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ একেবারে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর এমসে নিয়ে যেতে হবে। সঙ্গে থাকবেন এসএসকেএমে তার চিকিৎসক এবং আইনজীবী।

পার্থ চট্টোপাধ্যায় ভুবনেশ্বর উপস্থিত হওয়া মাত্রই তৈরি থাকবে ভুবনেশ্বর এইমস৷ কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হবে।আগামীকাল ৩টের মধ্যে পার্থর শারিরীক অবস্থা সম্পর্কে রিপোর্ট দিতে হবে এইমস ভুবনেশ্বর। রিপোর্টের প্রতিলিপি তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল এবং পার্থের আইনজীবীকে দিতে হবে।

গতকালই পার্থকে দুই দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট । নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ইডির দাবি, এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার এক্তিয়ার এই মুহূর্তে পার্থর নেই। এমনকি ইডির আইনজীবীর বক্তব্য ছিল, ইডি আধিকারিকদের হুমকি দিয়েছেন পার্থ।

বিচারপতি বিবেক চৌধুরী বলেন, এসএসকেএম প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা। এবিষয়ে মদন মিত্র এবং অনুব্রত মণ্ডলদের নাম উল্লেখ করেন তিনি। ইডির আইনজীবীকে বিচারপতি বিবেক চৌধুরী জানান , পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে করানো হোক। তখন ইডির তরফে জানানো হয়, দিল্লি এইমস কেন? পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কল্যাণী এমসেও হতে পারে।

এরপরেই বিচারপতি বলেন, কল্যাণী এইমসের ওপর আমার বিশ্বাস নেই৷ ভুবনেশ্বর এইমস দেখতে পারেন। শেষমেশ ভুবনেশ্বরেই নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত।