ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা, কিন্তু ‘স্পিকটি নট’

অপেক্ষার অবসান ঘটিয়ে শেষবেলায় ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ শনিবার সকাল থেকেই হিংসার দাপট শুরু হয়েছে বাংলায়। শেষ দফার ভোটেও সেই…

অপেক্ষার অবসান ঘটিয়ে শেষবেলায় ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ শনিবার সকাল থেকেই হিংসার দাপট শুরু হয়েছে বাংলায়। শেষ দফার ভোটেও সেই চেনা অশান্তির ছবি জায়গায় জায়গায় দেখা মিলছে। এদিকে উৎসবের মেজাজে মানুষ বুথে বুথে ভোট দিলেন।

অন্যদিকে আজ সকলেরই নজর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি কখন ভোট দেন বা আজ ভোট সংক্রান্ত কোনো কথা বলেন কিনা সেদিকে পাখির নজর ছিল রাজনৈতিক জগতের। যদিও আজ ভোট দিয়ে বেরিয়ে কিছু বললেন না তিনি। শুধুমাত্র ভিক্টরি সাইন দেখিয়ে চলে যান।

   

এদিকে শেষ বেলায় ভোটের নিরিখে খুব সামান্য নিরিখে প্রথম স্থান হারালো বাংলা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,
সপ্তম দফার নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৪৯.৬৮ শতাংশ। এছাড়া বিহারে ৪২.৯৫%, চণ্ডীগড়ে ৫২.৬১% , হিমাচল প্রদেশ ৫৮.৪১% , ঝাড়খণ্ডে ৬০.১৪%, ওড়িশায় ৪৯.৭৭ শতাংশ , পাঞ্জাবে ৪৬.৩৮% , উত্তরপ্রদেশে ৪৬.৮৩ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৫৮.৪৬% ভোট পড়েছে।