পশ্চিমবঙ্গের জন্মদিন নিয়ে ফের বিতর্ক। শাসকদল তৃ়ণমূল কংগ্রেস চায় প্রতি বাংলা নববর্ষ অর্থাৎ ১ বৈশাখ রাজ্যে পালিত হোক (West Bengal Day) পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে টিএমসির এই প্রস্তাবে সরকারী শিলমোহর দিতে চলেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে প্রস্তাবটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায়। তিনি অনুমোদন দিলেই প্রস্তাবে শিলমোহর পড়বে।
বিরোধী দল বিজেপির দাবি, দেশভাগের ফলে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। ১৯৪৭ সালের এই ২০ জুনই তৎকালীন অবিভক্ত ভারতের বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। সেক্ষেত্রে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছিলেন রাজ্যপাল।রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসের বিরোধিতা করে আনা হল প্রস্তাব।
রাজ্যপাল ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন। এই নিয়ে রাজ্য সরকারকে সাথে রাজ্যপালের বিরোধ বাধে। মুখ্যমন্ত্রীর অনুরোধে স্পিকার একটি কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য নতুন দিনক্ষণ ঠিক করার জন্য। স্পিকারের নির্দেশে সাত সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।সেই কমিটির আজ প্রথম বৈঠক ছিল বিধানসভার স্পিকারের ঘরে।
স্পিকারের নেতৃত্বে বৈঠকে কমিটির প্রস্তাব পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার। এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে যাবে, তিনি অনুমোদন দিলেই এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে।