Mamata Banerjee: মমতা বললেন ৫০০ টাকা ভাতা বাড়ল, ইমামদের ক্ষোভ ‘এবার ভাবার সময় এসেছে’

ইমাম ভাতায় সংখ্যালঘু ভোটে নামবে ধস। এমনই বার্তা আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ইমামরা। তারা বলছেন…

mamata banerjee muslim

ইমাম ভাতায় সংখ্যালঘু ভোটে নামবে ধস। এমনই বার্তা আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ইমামরা। তারা বলছেন এবার ভাবার সময় এসেছে। রাজ্য সরকার যে টাকা ভাতা বাড়িয়েছে তাতে চরম ক্ষোভ মুসলিম সংগঠনগুলির মধ্যে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলি এক হয়ে সমাবেশেক আয়োজন করে। সেই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আরও ৫০০ টাকা করে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বাড়িয়ে দিলাম।

মুখ্যমন্ত্রী বলেন, আমার ক্ষুদ্র সামর্থ্য। সব কিছু সামলে দিতে সময় লাগবে, তার মধ্যেই আমি বলছি ইমামদের ৫০০ এবং মোয়াজ্জেমদের জন্যও ৫০০ টাকা বাড়ালাম। পুরোহিতরাও অতিরিক্ত ৫০০ টাকা ভাতা পাবেন। এই বার্তার পরই ক্ষোভ ছড়ায় ইমামদের মধ্যে। তারা বলতে থাকেন সংখ্যালঘুদের নিয়ে খেলছেন মমতা।

আজ নেতাজি ইন্দোরে ইমাম সংগঠনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ৫০০ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। এরপরেই ইমামরা তাদের অপমান হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রীর তীব্র বিরোধিতা করে।

সমাবেশ থেকে বেরিয়ে এক ইমাম জানিয়েছেন, আমাদের ইমামদের আজ বেইজ্জত করা হল। আমরা সুদূর কোচবিহার থেকে এসেছি। এই সমাবেশকে সফল করার জন্য গত একমাস ধরে প্রত্যেকটি ব্লকে ব্লকে গিয়ে, সব মানুষদের এখানে নিয়ে এসে জমায়েত করেছি। এত লোক কত আশা প্রত্যাশা নিয়ে এখানে জমা হয়েছিল। আর মুখ্যমন্ত্রী এখানে ৫০০ টাকা ইমাম ভাতা বাড়ানোর কথা বলছেন।

ওই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, মুখ্যমন্ত্রী ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করার পরে আমরা ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে উঠে এসেছি। আমাদের আশা ছিল ইমামদের ১০ হাজার টাকা দেবে। যদি ৫০০০ টাকাও দিত তাও একটি আশা ছিল। তবে এই ৫০০ টাকা দেওয়ার মানে আমাদের অপমান এবং ইয়ার্কি করা ছাড়া আর কিছুই নয়।

সভা থেকে বেরিয়ে ইমামরা মুখ্যমন্ত্রীকে নিশানা করে জানিয়েছেন, ” আমাদের ভিখারি হিসাবে তিনি প্রমাণ করলেন। যে সংখ্যালঘুরা তো আমাকে ভোট দেবেই তাতে ৫০০ টাকা কিংবা ২০০ টাকা দিলেও বা কি? এবার সামনে ২৪ এর ভোটে আমাদের ভাবার সময় এসে গিয়েছে।

এই সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন ব্যবসার জন্য তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন এবং পরবর্তীকালে তা শোধ করে দিতে হবে। এই বিষয়ে ইমামরা প্রতিক্রিয়ায় জানিয়েছে, লোন নেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী ভালো বলেছেন। কিন্তু এই লোন নেওয়ার সময় আমাদের কোথায় কোথায় ধাক্কা খেতে হবে। কত নেতার পা ধরতে হবে তার কোনও ঠিক নেই। তাই আজ আমরা এত দূর থেকে কষ্ট করে এসে একদমই সন্তুষ্ট হইনি। বরং অপমানিত ও অসন্তুষ্ট বোধ করেছি।