WB BJP: দুর্গাপূজার মধ্যে একাধিক ‘বিদ্রোহী’কে বহিষ্কার করল বিজেপি

দিনকয়েক আগেই বঙ্গ বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বীরভূমের কয়েকজন নেতা।তারপর বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন,দল বিরোধী কোনও কাজ বিজেপি সমর্থন…

দিনকয়েক আগেই বঙ্গ বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বীরভূমের কয়েকজন নেতা।তারপর বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন,দল বিরোধী কোনও কাজ বিজেপি সমর্থন করবে না। সুকান্ত মজুমদারের সেই কথাই সত্যি হল। দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার হলেন বিজেপির একাধিক নেতাকর্মীকে।

বিজেপি সূত্রে খবর, দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে দলের এই কঠোর সিদ্ধান্ত। ইতিমধ্যেই বহিষ্কারের চিঠি চলে গিয়েছে অনেকের কাছে। জানা গিয়েছে, বীরভূম জেলার চার নেতা-কর্মীকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলবিরোধী কার্যকলাপ যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, বহিষ্কারের মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিজেপির যে চারজন নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা সকলেই দলে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরের কোন্দল নিয়ে দলের মধ্যেই চাপা উত্তেজনা ছিল। যা বিজেপির নীচু তলার কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছিল বলে মনে করছিল শীর্ষ নেতৃত্ব। তাই চার নেতাকে বহিষ্কার করে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করল বিজেপি।