কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি

আপনি কি বাড়ির বাইরে আছেন? ছাতা নিয়ে বেরোননি? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। আর দু থেকে তিন ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ…

আপনি কি বাড়ির বাইরে আছেন? ছাতা নিয়ে বেরোননি? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। আর দু থেকে তিন ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি (Rainfall)। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে একটি শক্তিশালী বজ্রগর্ভ মেঘ বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমী এলাকার উপর সঞ্চার হয়েছে।

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। গোটা আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। আগামী ৩-৬ ঘন্টা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সর্তকতা দেওয়া হচ্ছে মালদা, পু্রুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলী, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা সহ একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, জেলাগুলোতে বজ্রবিদুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কখনো কখনো বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির বৃষ্টির সর্তকতা দেওয়া হচ্ছে।

   

শুধু তাই নয়, বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও অস্হায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাবে ঘন্টায় ৪০-৬০ কিমি বেগে। পশ্চিমাঞ্চলের বেশকিছু জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সমস্ত অঞ্চলে সমান বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। উপকূলবর্তী জেলাগুলোতে (ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মেদিনীপুরের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।