মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ED

পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে অস্বস্তি বাড়ল কংগ্রেস শিবিরের। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং  (Charanjit Singh Channi) চান্নির ভাইপোকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, বৃহস্পতিবার…

পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে অস্বস্তি বাড়ল কংগ্রেস শিবিরের। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং 
(Charanjit Singh Channi) চান্নির ভাইপোকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি আর্থিক দুর্নীতি মামলায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করেছে।
জলন্ধরে ইডি-র অফিসে হানিকে ম্যারাথন জেরা করা হচ্ছে বলে খবর। 

ইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধান অনুযায়ী হানিকে গ্রেপ্তার করেছে।
মোহালির একটি বিশেষ আদালতে তাকে পরের দিন হাজির করা হতে পারে।

অবৈধ বালি খাদান মামলায় ভূপিন্দর সিং হানির বাড়ি থেকে ১০ কোটি টাকারও বেশি মূল্যের সোনা, ২১ লক্ষেরও বেশি মূল্যের সোনা এবং ১২ লক্ষ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং অন্যান্যদের বাজেয়াপ্ত করার প্রায় ২০ দিন পরে ইডির এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মোহালি, লুধিয়ানা, রূপনগর, ফতেগড় সাহিব এবং পাঠানকোটের একাধিক জায়গায় অভিযুক্ত ব্যক্তি ও তাদের সহযোগীদের ব্যবসা ও আবাসিক প্রাঙ্গনে দুই দিনের অভিযান শেষ হওয়ার পরে ইডি এই উদ্ধারের কথা ঘোষণা করেছিল।