নির্মীয়মান বহুতল ভেঙে মর্মান্তিক মৃত্যু ৭ জনের

নির্মীয়মান বহুতল ভেঙে মর্মান্তিক মৃত্যু ৭ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে এলাকায়। জানা গিয়েছে, পুণের ইয়েরওয়াদার শাস্ত্রীনগর এলাকায় একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু…

নির্মীয়মান বহুতল ভেঙে মর্মান্তিক মৃত্যু ৭ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে এলাকায়।

জানা গিয়েছে, পুণের ইয়েরওয়াদার শাস্ত্রীনগর এলাকায় একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে কর্মরত ৭ জন শ্রমিকের। এছাড়া গুরতর জখম হয়েছেন ৮ জন। এরা সকলেই শ্রমিক। যদিও ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে জোরকদমে চলছে উদ্ধারকার্য। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

পুলিশের উপ-কমিশনার (জোন-৫) রোহিদাস পাওয়ার জানান, “নির্মাণাধীন ভবনস্থলের বেসমেন্ট লেভেলে স্ল্যাব তৈরির জন্য ইস্পাতের বারের একটি কঙ্কাল বৃহস্পতিবার গভীর রাতে ধসে পড়ে। শ্রমিকরা যখন ঘটনাস্থলে কাজ করছিলেন তখন এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৯ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। নির্মাণস্থলে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে লোহার রডের কাঠামো ভেঙে পড়েছে।” আহতদের উদ্ধার করে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বিধায়ক সুনীল টিংরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ ব্যবস্থার পর্যবেক্ষণ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমি জানতে পেরেছি যে এই সাইটে নির্মাণ কাজ টানা ২৪ ঘন্টা ধরে চলে। সুতরাং এই শ্রমিকরা কতদিন ধরে কাজ করছিল সে সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। তারা অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। এখানে উপস্থিত অন্যান্য শ্রমিকরা আমাকে জানিয়েছে যে আহতরা বিহারের বাসিন্দা।”