CAA: লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব পাবে মতুয়ারা: শান্তনু

মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। গত লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনের আগেই মোদী-শাহ জুটির যৌথ প্রতিশ্রুতি ছিল CAA। ভোটে জিতলেই নাগরিকত্ব মিলবে…

Shantanu Thakur

মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। গত লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনের আগেই মোদী-শাহ জুটির যৌথ প্রতিশ্রুতি ছিল CAA। ভোটে জিতলেই নাগরিকত্ব মিলবে মতুয়াদের। প্রতিশ্রুতিতে পেয়ে করে গত লোকসভা থেকেই মতুয়াদের একটা বড় অংশ বিজেপির ভোট ব্যাংক।

কৃষ্ণনগরের সভায় এদিন দলে দলে মতুয়ারা যোগ দেন। নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন মোদী, ত নিয়ে আশায় ছিল মতুয়া সমাজ। যদিও এদিন কৃষ্ণনগরের জনসভায় CAA লাগু নিয়ে একটি বাক্য ও ব্যয় করেননি মোদী। স্বাভাবিকভাবেই হতাশ মতুয়ারা।

তবে CAA নিয়ে মোদী কিছু না বললেও, লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব পাবে মতুয়ারা। দা বি মতুয়া মহা সংঘাধিপতি শান্তনু ঠাকুর। কেনো CAA নিয়ে চুপ মোদী প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এটা স্বরাষ্ট্র দফতরের বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জি এসে জানিয়েছেন CAA হবেই। তাই ভোটের আগেই নাগরিকত্ব পাবে মতুয়ারা। এ নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই।

পাল্টা তৃণমূলের কটাক্ষ, পরিযায়ী পাখির মতো ভোটের মরশুমে দেখা মেলে, ভোট ফুরোলে প্রতিশ্রুতি ও ফুরোয়। যদিও বেশ কিছু মতুয়ারর কথায়, “তারা ভারতের নাগরিক। তাই আলাদা করে নাগরিকত্বের প্রয়োজন নেই তাদের”।