Weather: নিম্নচাপ সরলেও দক্ষিণের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে আজও দিনভর বৃষ্টি (Rainfall) চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। শনিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পুর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ও…

weather

নিম্নচাপের প্রভাবে আজও দিনভর বৃষ্টি (Rainfall) চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। শনিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পুর্বাভাস।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর কেন্দ্রীভূত অতি গভীর নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে। দীঘার কাছে বালাসোর এবং সাগরদ্বীপের মাঝামাঝি এটি স্থলভাগে প্রবেশ করেছে। যদিও ক্রমশ এই নিম্নচাপ দুর্বল হয়ে পড়বে। সেইসঙ্গে আজ দুপুরের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

   

এদিকে, নিম্নচাপ সরলেও রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে একাধিক জেলা। কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এই নিম্নচাপটি ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। এছাড়া এহেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য় শনিবারও সমুদ্রে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।