Weather Today: শীতের কাঁপুনি কমতেই বৃষ্টি, উৎসবে কি বড় দুর্যোগের আশঙ্কা ?

কয়েকদিন হাড় কাঁপানো শীতের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী (Weather Today)। তবে ভোর থেকেই ঘন কুয়াশা চাদরে মোড়া তিলোত্তমা কলকাতা। বড়দিনে শীত যে গোমড়া মুখ…

কয়েকদিন হাড় কাঁপানো শীতের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী (Weather Today)। তবে ভোর থেকেই ঘন কুয়াশা চাদরে মোড়া তিলোত্তমা কলকাতা। বড়দিনে শীত যে গোমড়া মুখ করে থাকবে,তা স্পষ্ট। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে।একই ছবি থাকবে জেলাগুলিতেও।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। আর এই কারণেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। রবিবারও কিছুটা একই থাকবে পরিস্থিতি। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

   

শহর কলকাতার তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখীই। তবে খুশির খবর, এখনই কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ হালকা শীত গায়ে মেখেই বড়দিন উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা আবার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্র ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সবথেকে বেশি পারাপতন দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কমবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

রবিবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। বড়দিনে পাহাড়ে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।