Kolkata: আসব বলেও না এসে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানে মোদী দিলেন শান্তি বার্তা

আসব বলেও আসেননি  প্রধানমন্ত্রী মোদী। তাতে মুষড়ে পড়েন বঙ্গ বিজেপি নেতৃত্ব ও ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ আয়োজক সনাতন সংস্কৃতি পরিষদ। তবে কলকাতায় (Kolkata) ব্রিগেড ময়দানে ‘গীতাপাঠ’…

আসব বলেও আসেননি  প্রধানমন্ত্রী মোদী। তাতে মুষড়ে পড়েন বঙ্গ বিজেপি নেতৃত্ব ও ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ আয়োজক সনাতন সংস্কৃতি পরিষদ। তবে কলকাতায় (Kolkata) ব্রিগেড ময়দানে ‘গীতাপাঠ’ কর্মসূচিতে মোদী দিলেন বার্তা।

মোদী বলেছেন, ‘আমি নিশ্চিত, একসঙ্গে এত মানুষের কণ্ঠে গীতাপাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকেই আরও জোরদার করবে। দেশের উন্নয়ন-যাত্রার ক্ষেত্রেও যা আবশ্যক। উন্নত, শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য ২০৪৭ সাল পর্যন্ত সুযোগ আছে। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ সকলের জন্য শান্তি নিয়ে আসুক। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।‘

রবিবারের গীতাপাঠ কর্মসূচিতে জেলা থেকে বিজেপি সমর্থকরা ভিড় করবেন। আছেন বহু সাধু সন্তরা। এই কর্মসূচি আসলে লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে বিশ্লেষকরা বলছেন। তবে বিজেপি জানায় তারা অনুষ্ঠানের আয়োজক নয়।

বিজেপি সূত্রে খবর, মোদির বার্তা  পাঠ করা হবে। বি়ভিন্ন জেলার প্রান্ত থেকে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে যোগ দিতে আসছেন অনেকে। মানুষ। রাজ্য  বিজেপি নেতারা থাকবেন অনুষ্ঠানে।