Weather: নিম্নচাপ দূরে চলে গেলেও আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস

Weather: নিম্নচাপ কেটে যেতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। বিক্ষিপ্ত ভাবে…

Weather: নিম্নচাপ কেটে যেতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপ অনেকটা দূরে সরে গেছে, বর্তমানে উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও দূরে সরে যাবে।

তাই আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। আগামী ২ থেকে ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সাথে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা বিশেষ একটা নেই। বৃষ্টির পরিমাণও৷ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

   

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে৷ তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬-৯০ শতাংশ।