Ssc scam: কী রায় দেবে সুপ্রিম কোর্ট! হাসি ফুটবে কি চাকরিহারাদের মুখে

আজ রায় দানের চূড়ান্ত সম্ভবনা রয়েছে সুপ্রিম কোর্টের। প্রশ্ন উঠেছে অবশেষে কি হাসি ফুটবে চাকরিহারাদের মুখে? প্রশ্ন উঠেছে অবশেষে কি এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা…

Supreme-Court

আজ রায় দানের চূড়ান্ত সম্ভবনা রয়েছে সুপ্রিম কোর্টের। প্রশ্ন উঠেছে অবশেষে কি হাসি ফুটবে চাকরিহারাদের মুখে? প্রশ্ন উঠেছে অবশেষে কি এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দিতে পারবে? জানা গিয়েছে যে দুপুর ২টোর পরে এই মামলায় শুনানি শুরু হতে পারে। কিন্তু এই শুনানি কখন শেষ হয় সেটাই দেখার। শুনানি শেষের পরে কি রায় দেবে সুপ্রিম কোর্ট দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। ২৬ হাজার চাকরি প্রার্থী কি সঠিক বিচার পাবে? সুপ্রিম কোর্টে আদেও রায় দেবে নাকি আবারও পিছিয়ে যাবে রায়দান সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০১৬-র চাকরি বাতিল মামলায় যোগ্য-অযোগ্য ফারাক বোঝাতে সুপ্রিম কোর্টে আপাতত পরিসংখ্যান পেশ করতে চলেছে SSC। সংখ্যাতত্ত্ব দিয়েই যোগ্য অযোগ্যের ফারাক বোঝাবে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, পরে সুপ্রিম কোর্ট চাইলে তালিকা পেশ করা হবে। আপাতত সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্য তালিকা জমা না পড়ার সম্ভাবনা। আরও জানা গিয়েছে যে প্রধান বিচারপতির এজলাসে নতুন মামলা একসঙ্গে সোনার আর্জি জানিয়ে মেনশন করা হয়। মামলা একসঙ্গে শুনতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি। যোগ্য চাকরি হারাদের একাংশ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক নতুন পিটিশন ফাইল হয়েছে।

   

কলকাতা হাইকোর্টের এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৬ হাজার লোকের। সেই চাকরিহারাদের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যা পাঁচ হাজারের বেশি। কোর্টের নির্দেশ ওই অযোগ্য চাকরিহারাদের আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। সঙ্গে ১২ শতাংশ সুদের হারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি। ২০১৬ সালের গোটা প্যানেল কেউ বাতিল হবে সেই নিয়েও চলেছে বিস্তর জলঘোলা। দেখার বিষয় আজ সুপ্রিম কোর্ট কী রায়দান করে।