Weather: জেলায় জেলায় কালো মেঘ, বৃষ্টিতে ডুরান্ডের বড় ম্যাচ সম্ভাবনা

Weather: আবহাওয়া বিভাগ আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার জেলায় জেলায় বৃষ্টি হবে। কলকাতায় হলুদ সতর্কতা। বৃষ্টিতেই মরশুমের প্রথম বড় ম্যাচ। ডুরান্ড কাপে যুবভারতীতে…

Heavy Rain in North Bengal

Weather: আবহাওয়া বিভাগ আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার জেলায় জেলায় বৃষ্টি হবে। কলকাতায় হলুদ সতর্কতা। বৃষ্টিতেই মরশুমের প্রথম বড় ম্যাচ। ডুরান্ড কাপে যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল।  বাংলার ফুটবলে পরিচিত কথা ‘শুকনো মাঠে মোহনবাগান, ভেজা মাঠে ইস্টবেঙ্গল’ কি আজ ডুরান্ড কাপ ম্যাচে দেখা যাবে? লাল হলুদ সমর্থকরা আশায় বুক বাঁধছেন। তবে মোহনবাগানও চিরশত্রুকে হারিয়ে ডুরান্ডে তাদের শক্তি দেখাতে চায়।

Advertisements

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বলে জানানো হয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনাতে বেশি বৃষ্টি সম্ভাবনা।

   

উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়ে শনি, রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।