হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল ISL-এর নতুন ক্লাব

ধীরে ধীরে নিজেদের স্কোয়াড ভালোই গুছিয়ে নিচ্ছে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) অন্তর্ভুক্ত হওয়া নতুন দল পাঞ্জাব এফসি (Punjab FC)। গ্রিসের এক তারকা ফুটবলারকে তারা নিশ্চিত করেছে বলে খবর।

Dimitrios Chatziisaias

ধীরে ধীরে নিজেদের স্কোয়াড ভালোই গুছিয়ে নিচ্ছে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) অন্তর্ভুক্ত হওয়া নতুন দল পাঞ্জাব এফসি (Punjab FC)। গ্রিসের এক তারকা ফুটবলারকে তারা নিশ্চিত করেছে বলে খবর।

গ্রীক ডিফেন্ডার Dimitris Chatziisaias -কে কেন্দ্র করে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। কেউ কেউ মনে করেছিলেন যে তারকা এই ফুটবলার যেতে পারেন ইন্ডিয়ান সুপার লীগের অপর ক্লাব কেরালা ব্লাস্টার্সে। এই জল্পনা অচিরেই লোপ পেয়েছিল। শেষ পর্যন্ত জানা গিয়েছে Dimitris Chatziisaias যোগ দিতে চলেছেন পাঞ্জাব এফসিতে। বার্ষিক কয়েক লক্ষ টাকা বেতনের বিনিময়ে তিনি ভারতে আসছেন বলে জানা যাচ্ছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

ফুটবলারের বয়স এখন ৩০ বছর। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। বড় ক্লাবে খেলেছেন। চাপ নিয়ে খেলতে পারবেন। তবে কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি নিজের দেশের বিভিন্ন ক্লাবে কাটিয়েছেন। সম্প্রতি খেলেছেন সেখানকার Atromitos Football ক্লাবে। দলটির হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন Dimitrios Chatziisaias। সব মিলিয়ে খেলার মধ্যে রয়েছেন ৬ ফুট ৪ ইঞ্চির এই সেন্ট্রাল ডিফেন্ডার।

আশা করা হচ্ছে যে Dimitris Chatziisaias যোগ দিলে লাভবান হবে পাঞ্জাব এফসি। গতবার আই লীগ চ্যাম্পিয়ন হয়েছে এবার ISL খেলার যোগ্যতা অর্জন করেছে দেশের এই ফুটবল ক্লাব। ইতিমধ্যে তারা স্কোয়াডে নিশ্চিত করেছে ভারতীয় ফুটবলে খেলা অভিজ্ঞ বিদেশি ফুটবলারকে। লোনে বেশ কয়েকজন নামী ভারতীয় ফুটবলারকেও নিয়ে এসেছে ক্লাব। ডিফেন্স আঁটোসাঁটো করছে এবার গ্রিসের ডিফেন্ডার।