Murshidabad: সাগরদিঘিতে মালগাড়ি নিয়ে বসে গেল লাইন, যদি যাত্রীবাহী ট্রেন ঢুকত?

বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিয়ে গেল মুর্শিদাবাদের (Murshidabad) পোড়াডাঙ্গা স্টেশনে রেল লাইন বসে যাওয়ার ঘটনা। একটি মালগাড়ির ইঞ্জিন ও প্রথম বগি স্টেশনের লুপ লাইনে ঢুকতেই বিপত্তি।…

বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিয়ে গেল মুর্শিদাবাদের (Murshidabad) পোড়াডাঙ্গা স্টেশনে রেল লাইন বসে যাওয়ার ঘটনা। একটি মালগাড়ির ইঞ্জিন ও প্রথম বগি স্টেশনের লুপ লাইনে ঢুকতেই বিপত্তি। লাইন বসে গেল। মালগাড়ি সহ লাইন বসে যাওয়ার ঘটনায় আশঙ্কা যাত্রীবাহী ট্রেন হলে বড়সড় বিপদ হতে পারত।

সাগরদিঘির পোড়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। লুপলাইনে ঢুকতেই রেল লাইন বসে যায়। মাল গাড়ির ইঞ্জিন ও একটি বগি রেল লাইন সহ মাটিতে বসে গেছে। রেলবিভাগের তরফে চলছে লাইন মেরামত করে পুনরায় মালগাড়ি চালুর কাজ।

কী কারণে লাইন বসে গেল উঠছে প্রশ্ন। রেল লাইন তদারকি করায় গাফিলতির অভিযোগও উঠছে। মনে করা হচ্ছে বৃষ্টিতে মাটি নরম তাই লাইন বসে গেছে। তবে মালগাড়ির ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ায় সাধারণ যাত্রীরা নিরাপদ।

যাত্রীরা নিরাপদ কতটা? পোড়াডাঙ্গা স্টেশনের যাত্রীরা বলছেন, লুপ লাইনে ঢুকে মালগাড়ি ধীরে চলছিল। তাই লাইন বসে গিয়ে মালগাড়ি ছিটকে যায়নি। যদি কোনও যাত্রীবাহী ট্রেন পাস করত তাহলে বিপদ এড়ানো যেত না।