Pakistan: সেনাবাহিনীর মদতেই পাকিস্তানে সরকার চলে, বিস্ফোরক শাহবাজ শরিফ

পাকিস্তানের (Pakistan) সরকার পরিচালনা করে দেশের সেনা। এমন দাবিকে এবার সরকারিভাবে মান্যতা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার…

pakistan_army

পাকিস্তানের (Pakistan) সরকার পরিচালনা করে দেশের সেনা। এমন দাবিকে এবার সরকারিভাবে মান্যতা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার মাঝে বিদায়ী প্রধানমন্ত্রীর মন্তব্যে আলোড়ন পড়ল। কারণ সেনাবাহিনীর মদতে পাক সরকার চলার এমন স্পষ্ট দাবি আর কোনও পাক প্রধানমন্ত্রী করেননি।  ১৯৪৭ সালে ভারত ভাগ ও  পাকিস্তান তৈরির পর দেশটির সরকারকে  নিয়ন্ত্রণ করার অভিযোগ বারবার উঠেছে। পাকিস্তানে বারে বারে সামরিক শাসন চলেছে।  

পাক সংবাদমাধ্যম জিও টিভির সাথে বিশেষ সাক্ষাতকারে শাহবাজ শরিফ বলেছেন, তার সরকারও সামরিক বাহিনীর সমর্থন ছাড়া চলতে পারেনি। তিনি দাবি করেন, পাকিস্তানের ক্ষমতায় কে বসবে তা অনেকটাই নির্ভর করে দেশটির সেনাবাহিনীর ওপর। তিনি আরও বলেন, পূর্বতন প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকার গড়তে সেনা সমর্থন পেয়েছিলেন।

শাহবাজ বলেন, ইমরান খান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ওপর খুব বেশি নির্ভর করেছিলেন। বিরোধী নেতা থাকা অবস্থায় পূর্বসূরি ইমরান খানকে হাইব্রিড শাসন চালানোর জন্য সমালোচনা করতেন শাহবাজ। ক্ষমতায় আসার পর তিনিও সেনার মদত নিয়েছেন সেটা স্বীকার করে নেন।

প্রধানমন্ত্রী থাকাকালীল কিছু উপহার রাষ্ট্রীয় কোষাগারে (তোষাখানা) নিয়মানুসারে জমা না করে নিজের কাছে রাখার অভ্যোগে দোষী প্রমাণিত হয়ে জেলে বন্দি ইমরান খান। আদালতের নির্দেশে আগামী পাঁচ বছর তিনি নির্বাচনে লড়তে পারবেন না। ফলে আসন্ন পাক জাতীয় নির্বাচনে ইমরান খান নেই। যদিও তাঁর দলের দাবি, নির্বাচন থেকে ইমরান খানকে দূরে রাখতে ষড়যন্ত্র চলেছে। মেয়াদ পূরণের আগে তাঁর সরকার পড়ে যাওয়া ও প্রবল জনপ্রিয়তা থাকা এই দুই কারণে ইমরান খানের জনপ্রিয়তা আরও বেড়েছে। তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে দূরে রাখার ছক করা হয়েছে।