পরিষ্কার আকাশ, ‘মিধিলি’র আশঙ্কা কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আশঙ্কা কাটতেই শুক্রবার বিকেল থেকে পরিষ্কার আকাশ। ফের নামল তাপমাত্রার পারদ। শীতের আমেজ ফিরল বাংলার জেলায় জেলায়। কলকাতাতে আগামী দু’তিন দিন বাইশ ডিগ্রি…

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আশঙ্কা কাটতেই শুক্রবার বিকেল থেকে পরিষ্কার আকাশ। ফের নামল তাপমাত্রার পারদ। শীতের আমেজ ফিরল বাংলার জেলায় জেলায়। কলকাতাতে আগামী দু’তিন দিন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে থাকবে। আগামী সপ্তাহের শেষ থেকেই বাড়বে শীতের আমেজ জানাচ্ছে আবহাওয়া দফতর।

মেঘ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে দিনের বেলায় উষ্ণতা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তিও কাজ করবে, অর্থাৎ রোদ উঠলেই ভ্যাপসা গরম বোধ হতে পারে। সকালে ও সন্ধের দিকে শীতের আমেজ কিছুটা ফিরবে।

আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। রোদের দেখা মিলবে।আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আপাতত পরিষ্কার আকাশই থাকবে । আর শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।