Weather: আবহাওয়ার মন বদল। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের জমায়েত। বেশ কয়েক জায়গায় আবার বৃষ্টির দেখা মিলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অক্ষরেখা ক্রমশ্য উত্তরবঙ্গের দিকে সরবে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে এই বৃষ্টির হাত থেকে একেবারে রেহাই মিলবে না। আজ অর্থাৎ রবিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণে তাপমাত্রা বাড়বে। যার জেরে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। দ্রুত মিলবেনা স্বস্তি, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে।
এরসঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতেও। তবে এবার দক্ষিণবঙ্গে জারি করা হয়নি কোনও সতর্কতা। আবার মহানগরী কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে এই বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ থেকেই শুরু হবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্য জেলা থেকে সরে গিয়ে শনিবারের পাশাপাশি আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে মালদায়। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়।