ফের একবার হয়রানির শিকার হওয়ার সম্ভবনা শিয়ালদহ শাখার যাত্রীদের। আগামী শনিবার এবং রবিবার আবার বিপাকে পড়তে পারেন রেলযাত্রীরা (Train Cancelled)। শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকছে বেশ কিছু লোকাল ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাতে দমদম জংশনে ডাউন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে বাতিল করা হচ্ছে কিছু ট্রেন।
৯ অগস্ট আদিবাসী দিবস উদযাপন শুরু, থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার আপ শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯) এবং ডাউন ডানকুনি-শিয়ালদহ (৩২২৫২) লোকাল চলবে না। রবিবার বাতিল হচ্ছে আপ শিয়ালদহ-বনগাঁ (৩৩৮১১), ডাউন বনগাঁ-শিয়ালদহ (৩৩৮১৭, ৩৩৮৩৪, ৩৩৮২৬), আপ শিয়ালদহ-হাসনাবাদ (৩৩৬৫১), ডাউন হাসনাবাদ-শিয়ালদহ (৩৩৬৫২), আপ শিয়ালদহ-ডানকুনি (৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭), ডাউন শিয়ালদহ-দত্তপুকুর (৩৩৬১২, ৩৩৬১৬), আপ বারাসত-দত্তপুকুর (৩৩৩৫৭), আপ শিয়ালদহ-বারাসত (৩৩৪৩১), ডাউন বারাসত-শিয়ালদহ (৩৩৪৩২), ডাউন শিয়ালদহ-নৈহাটি (৩১৪২২), আপ বিবাদি বাগ-শিয়ালদহ (৩৪১১৭) লোকাল।
যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেন দিচ্ছে রেল
১১ তারিখ (৩৩৮১৪) বনগাঁ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত পর্যন্ত যাবে। (৩৩৮১৫) শিয়ালদহ – বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে থেকে ছাড়বে। (৩৩৫১২) হাসনাবাদ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসাতে যাত্রা শেষ করবে। (৩৩৫১১) শিয়ালদহ – হাসনাবাদ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসাত থেকে ছাড়বে।