Kolkata: বিমানবন্দরের কাছে গাড়িতে মিলল সন্দেহজনক ধাতব বস্তু

কলকাতা বিমানবন্দরের কাছে সন্দেহজনক গাড়ি আটক। বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে আটক করল শুল্ক দফতর। গাড়ি করে সন্দেহজনক ধাতব বস্তু নিয়ে যাওয়ার সময় পাকড়াও। প্রথমে…

Covid 19

কলকাতা বিমানবন্দরের কাছে সন্দেহজনক গাড়ি আটক। বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে আটক করল শুল্ক দফতর। গাড়ি করে সন্দেহজনক ধাতব বস্তু নিয়ে যাওয়ার সময় পাকড়াও। প্রথমে জানা গেছিল সেটি সোনা। পরে সেই তথ্য নাকচ করে পুলিশ।গাড়িতে তল্লাশি চালায় বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশ।

জানা গিয়েছে, আজ সকাল ১২ টা নাগাদ বিমানবন্দরের কার্গো অর্থাৎ একটি গাড়ি পিকআপ ভ্যান আড়াই নম্বর থেকে বেরিয়ে হঠাৎ আড়াই নম্বর ক্রস করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা গাড়িটিকে আটক করে। এরপরে গাড়িটি ধরতে চাইলে গাড়ির ড্রাইভার চালাকি করে বেশ কিছুটা দূরে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায়। পরে শুল্ক দফতরের আধিকারিকরা তাকে আটক করে।

গাড়িটি আটক করে যখন এনএসসিবিআই থানায় নিয়ে আসা হয়, এবং গাড়ি থেকে প্রচুর পরিমাণ ধাতব জিনিস এবং বিদেশী জিনিসপত্র উদ্ধার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ করার পরেও গাড়ির ড্রাইভারের কাছ থেকে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায় না। ঘটনাস্থলে স্বর্ণ কারিগরদের ডাকা হয় এবং খতিয়ে দেখা হয় যে জিনিসগুলো সোনার কিনা।

বিধাননগরের ডিসি জানিয়েছেন যে সোনা উদ্ধার হয়নি। বরং বাইরে থেকে যে জিনিসগুলো এসেছে তার বৈধ কোনও কাগজ তারা দেখাতে পারেনি। পাশাপাশি যে জিনিসগুলো গাড়িতে ভর্তি ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

কারা নিয়ে যাচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। এর আগে কলকাতা বিমানবন্দরে বারবার সোনা, বিদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া হাওড়া স্টেশনে কয়েকবার বিপুল টাকা, সোনা মিলেছে। কলকাতাতেই ইডি অভিযানে টাকার পাহাড়