Sadhu Attack: পুরুলিয়ায় সাধুদের আক্রান্তের ঘটনায় সরকারকে তীব্র আক্রমণ অনুরাগ ঠাকুরের

গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ার কাশিপুর এলাকায় ৩ জন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবারের। তবে শনিবার কলকাতায় পা রেখেই…

3 sadhus assaulted in Purulia

গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ার কাশিপুর এলাকায় ৩ জন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবারের। তবে শনিবার কলকাতায় পা রেখেই সাধুদের উপর আক্রমণের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুক্রবার উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরের মেলায় যাওয়ার জন্য আসছিলেন এই ৩ সাধু। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রশ্ন তুললেন এমন বাতাবরণের কারণ নিয়ে।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এমন বাতাবরণ কেন তৈরি হচ্ছে? তুষ্টিকরণের রাজনীতি এই ধরনের বাতাবরণ তৈরি করছে। রাজ জন্মভূমির শিলান্যাসের সময় বাংলায় কার্ফুর মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। হিন্দুদের আনন্দে সামিল হতে দেওয়া হয় না। আর এখন সাধুদের মারপিট করে, তাঁদের হত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ উঠে আসছে।”

অনুরাগ ঠাকুরের আরও বলেন, “রাজ্য সরকার চুপচাপ বসে দেখা ছাড়া আর কিছু করছে না। সংবাদমাধ্যম যখন বিষয়টি তুলে ধরে, তখন গিয়ে তদন্ত করছে। প্রশ্ন উঠছে, তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাচ্ছে? এই হিন্দু-বিরোধী চিন্তাভাবনা কেন তৈরি হচ্ছে?”

কাশিপুরে সাধুদের উপর হামলার ঘটনায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে একটি গাড়িতে ৩ জন সাধু যাচ্ছিলেন, এবং অন্যান্য যাত্রীরাও ছিলেন। সেই সময় গাড়ি থামিয়ে পথচলতি ৩ জন স্থানীয় মহিলাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন তাঁরা। সেই সময় কিছু ভুল বোঝাবুঝি হয় এবং মহিলারা চিৎকার করতে থাকেন। তখন স্থানীয় লোকজনরা গাড়িটি ভাঙচুর করে এবং সাধুদের মারধর করে।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে পুলিশ খবর পাওয়া মাত্রই সাধুদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাঁদের প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হয়েছে। তিনি জানিয়েছেন যে তাঁদের গাড়িতে যে ভাঙচুর হয়েছিল, সেটিও মেরামতের ব্যবস্থা করে স্থানীয় থানা। এরপর সাধুরা নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

পুলিশ সুপার জানান যে ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও খোঁজ চালানো হচ্ছে।