Shakib Al Hasan: সাংসদ-অলরাউন্ডার শাকিব বোর্ড সচিব হতে মরিয়া, বিস্ফোরক দাবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর ধরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি, হয়েছেন…

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর ধরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবসরের পরেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংযুক্ত থাকার ইচ্ছা আছে আগে জানিয়েছিলেন। এবার সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হওয়ার কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন শাকিব আল হাসান। ক্রিকেটার ও রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে ঘিরে চলছে আলোচনা। যে আলোচনায় যোগ দিয়েছেন সাকিব নিজেও। আবুধাবিভিত্তিক ফ্র্যাঞ্জাইজি লিগ বাংলা টাইগার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বোর্ড সভাপতি হলে কেমন করবেন দিয়েছেন তার উত্তর।

শাকিব বলেন, ‘যদি সুযোগ আসে আমি কখনো মিস করব না। আমি বিশ্বাস করি, যখন আমি যাব বাংলাদেশের ইতিহাসে সেরা সভাপতি হব। এটা আমার বিশ্বাস। পারি, না পারি এটা পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে তাহলে আমি সেরা কাজটা কীভাবে করব। কাউকে ছোট করে না। যদি আসি, ইন-শা-আল্লাহ অনেক কাজ করতে পারব। এটা আমি অনুভব করি। এখন আসলে সময়ই বলে দেবে। এখন মনে হচ্ছে অনেক কিছুই করতে পারব। তখন দেখা যাচ্ছে আসলেই করতে পারলাম না। এরকমও হতে পারে। কিন্তু ওই বিশ্বাসটা আমার আছে।’

নাজমুল হাসান পাপন বিসিবি ছাড়ার ঘোষণার পর থেকে পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন সেই আলোচনায় জোরে-স্বরে নাম আসছে মাশরাফী বিন মোর্ত্তজা ও শাকিব আল হাসানের। যদিও এখনই তাদের বোর্ডে আসার সম্ভাবনা নেই। তারপরও দুই তারকা ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্যকে নিয়ে গুঞ্জন চলছে ক্রিকেট মহলে।