তদন্তে ফের চমক: টাকা নিয়ে পুলিশ-সেনায় নিয়োগ করাত তৃণমূল ঘনিষ্ঠ নীলাদ্রি

নিয়োগ দুর্নীতিতে ধৃত নীলাদ্রি দাসকে (Niladri Das) জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ২০১৯ সালেই গোড়াতেই সরকারি চাকরি-বিক্রির এই রেট চার্টের কথা জানতে পেরেছিল সিআইডি।

write SEO friendly Alt Text and Description

নিয়োগ দুর্নীতিতে ধৃত নীলাদ্রি দাসকে (Niladri Das) জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ২০১৯ সালেই গোড়াতেই সরকারি চাকরি-বিক্রির এই রেট চার্টের কথা জানতে পেরেছিল সিআইডি। একাধিক সঙ্গীকে নিয়ে দুর্নীতিতে হাত পাকিয়েছিল নীলাদ্রি। একাধিক চাকরির জন্য ছিল রেটচার্ট।

আরও পড়ুন: Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতি ইস্যুতে শাসকদলের অভিযোগের জবাবে ‘বিস্ফোরক’ শুভেন্দু

   

সূত্রের খবর, প্রাথমিকে শিক্ষক পদে চাকরির জন্য ১০ লক্ষ টাকা করে নিত নীলাদ্রি। রাজ্য পুলিশে চাকরির জন্য ৮ লক্ষ, এমনকী সিভিক ভলেন্টিয়ারের মতো অস্থায়ী পদের জন্য মাথাপিছু নেওয়া হত ৩০ হাজার টাকা। এছাড়াও সেনাবাহিনীতে চাকরির জন্য ১৩ লক্ষ ও পুরসভায় ক্লার্কের চাকরির রেট ছিল দেড় লক্ষ টাকা।

Advertisements

আরও পড়ুন: Mithun Chakraborty: ওপার বাংলার ছবিতে এপারের মহাগুরু, শীঘ্রই শুরু হবে শুটিং

একইসঙ্গে খাদ্য দফতরে ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য ১১ লক্ষ, জেলাশাসকের দফতরে চাকরির জন্য ৭ লক্ষ,মোটর ভেহিকলসে ইন্সপেক্টর পদে চাকরির জন্য ১২ লক্ষ, পরিবহণ দফতরের অন্যান্য পদে চাকরির জন্য ৫ লক্ষ নেওয়া হত। যা দেখে তাজ্জব তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: West Bengal: আশাকর্মী পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা

সূত্রের খবর, ২০১৯ সালের শুরুর দিকে নীলদ্রি কর্মকাণ্ডের কথা জানতে পেরেছিল রাজ্যের গোয়েন্দা বিভাগ৷ সেবার গ্রেফতার হন নীলাদ্রি ও তাঁর ৯ সঙ্গী। ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসার ভূমিকা নিয়ে তদন্তে নেমে আরও এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। জানা যায়, নিয়োগ দুর্নীতির জন্য নয়ডায় এক অফিস খুলেছিল নীলাদ্রি। ২০১৫ সালে এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা খোলা হয়েছিল৷ সেখানেই যোগ্যদের নম্বর কমানোর পাশাপাশি অযোগ্যদের নম্বর বাড়ানোর কাজ চলত৷ তবে কার নির্দেশে এই কাজ চলত? খুঁজে বের করতে চায় ইডি।