Protect your AC: ভোল্টেজ আপডাউন করছে? সাবধান আপনার এসির ক্ষতি হয়ে যেতে পারে

Protect your AC: গরম পড়তেই শুরু হয়েছে এসির কাজ। আর দীর্ঘদিন বন্ধ থাকার পরে সে ঠিক ভাবে কাজ করছে কিনা তা জেনে নেওয়া খুবই জরুরি। কারণ এসি একবার খারাপ হলে বড়ো টাকার ধাক্কা।

AC damaged due to voltage fluctuations

Protect your AC: গরম পড়তেই শুরু হয়েছে এসির কাজ। আর দীর্ঘদিন বন্ধ থাকার পরে সে ঠিক ভাবে কাজ করছে কিনা তা জেনে নেওয়া খুবই জরুরি। কারণ এসি একবার খারাপ হলে বড়ো টাকার ধাক্কা। তাই এই ভ্যাপসা গরমে নিজেদের ঠান্ডা রাখতে এসির যত্ন নেওয়া খুবই প্রয়োজন। কিন্তু কি করে বুঝবেন আপনার ঠান্ডা মেশিনটি ঠিক রয়েছে কিনা। বিদ্যুৎ বেশি পরিমাণে নিচ্ছে না তো এসি! জানার উপায় কি?

চিন্তার কিছু নেই, অনেক সময় দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এসির আউটডোর ইউনিটের মধ্যে বাসা বাঁধে বিভিন্ন ধরনের পাখি। যা এসির কমপ্রেসারকে ক্ষতিগ্রস্থ করে। এসির কয়েল ঠিক মতো তাপ পরিত্যাগ করতে না পারলে আপনার ঘর দেরিতেই ঠান্ডা হবে আর তাতে বেশি অপচয় হবে বিদ্যুতের। তাই গরমের শুরুতে এসির যাওয়ার খাওয়ার আগে বাইরের মেশিনটি ভালোভাবে দেখে নেওয়া। সেই সাথে মেকানিক ডেকে তাতে আলতো ভাবে জল দিয়ে ধুয়ে দিতে হবে এসির আউটডোর ইউনিট।

অন্যদিকে এসির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ফিল্টার। যা থাকে ইসির ইনডোর ইউনিটের মধ্যেই, অনেক সময় ধুলোর পাতলা আস্তরণ পরে যায় তাতে। দু সপ্তাহে একদিন এসির ফিল্টার খুলে নিজেই খুব সহজে ধুয়ে নিতে পারেন সেটিকে। তাছাড়া গরমে বিদ্যুতের তারতম্য আমাদের সকলেরই জানা, যা এসির পক্ষে খুবই ক্ষতিকর। সেই কারণে এসি কেনার সময় তার সাথে স্টেবিলাইজার কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যাতে ভোল্টেজের তারতম্য অনেকটাই কমিয়ে নেওয়া সম্ভব।