TMC: বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার অভিযোগ, ৫০ লক্ষ চিঠি গেল প্রধানমন্ত্রীর দফতরে

দিল্লি চলো কর্মসূচি নিয়ে তৈরি হচ্ছে (TMC) তৃণমূল, আর সেই কর্মসূচির অংশ হিসাবেই এ বার রাজ্য থেকে ৫০ লক্ষ চিঠি রওনা দিল দিল্লির দিকে৷ রাজ্যের…

TMC

দিল্লি চলো কর্মসূচি নিয়ে তৈরি হচ্ছে (TMC) তৃণমূল, আর সেই কর্মসূচির অংশ হিসাবেই এ বার রাজ্য থেকে ৫০ লক্ষ চিঠি রওনা দিল দিল্লির দিকে৷ রাজ্যের পাওনার দাবিতে এই চিঠি দিল্লিতে মন্ত্রী গিরিরাজ সিং ও নরেন্দ্র মোদীর দফতরেও এই চিঠি পাঠিয়ে দেওয়া হবে৷ গ্রাম বাংলার কেন্দ্রীয় প্রকল্পে কাজ করেও টাকা মেলেনি যেসব প্রান্তিক মানুষদের, চিঠিগুলি তাদের। এই বঞ্চিতদের চিঠি দিল্লির কৃষিভবনে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক। তৃণমূল কংগ্রেসের তরফে সেই চিঠি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়। পরে অভিষেক নিজেও তা শেয়ার করেন।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “নায্য টাকা আমরা পাচ্ছিনা। এত কাজ করে টাকা‌ পাওয়া যায়না।‌” এই নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূল আগে হিসাব দিক। তৃণমূল জবাব দিক জবকার্ড বাতিল হয়েছে কেন।

শাসকদলের দাবি অনুযায়ী দুই কেন্দ্রীয় প্রকল্পে দিল্লির কাছে রাজ্যের বকেয়া ১৫ হাজার কোটি। ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে বারবার অভিযোগ তুলেও কাজ হয়নি। ২১-এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাপ্য নিয়ে দিল্লি যাবেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা আগেই জানায়, ওই কর্মসূচির আগে ৫০ লাখ চিঠি যাবে গিরিরাজ সিংয়ের দফতরে। তবে অভিষেক বলেছিল চিঠি যাবে এক কোটি। ২ ও ৩ অক্টোবর সেই কর্মসূচি রয়েছে। অনুমতি নিয়ে দিল্লি পুলিশের সাথে বিস্তর টালবাহানা হয়। তার মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সারছে তৃণমূল। ১ লা অক্টোবর দলের বিধায়ক সংসদরা দিল্লি পৌঁছাবেন।