Malda: ঘুষ দিয়েও চাকরি হয়নি বলে তৃণমূল নেতাকে মারধর

টাকা দিয়েও চাকরি না মেলায় তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ। ভিডিও ভাইরালে চাঞ্চল্য (Malda) মালদায়। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন জেলাপরিষদের তৃণমূলের স্বপন…

tmc

টাকা দিয়েও চাকরি না মেলায় তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ। ভিডিও ভাইরালে চাঞ্চল্য (Malda) মালদায়। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন জেলাপরিষদের তৃণমূলের স্বপন মিশ্র। স্বপন‌বাবু হাই স্কুলের শিক্ষক। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে।

পাঁচ বছর এক প্রার্থী টাকা দিয়েও চাকরি পাননি বলে অভিযোগ। টাকা চেয়ে ওই তৃণমূল নেতাকে হেনস্থা করেন চাকরিপ্রার্থী। সেই ছবি ভাইরাল হয়। বর্তমানে তৃণমূল নেতা কোথায় রয়েছেন জানা যায়নি। নিয়োগ দুনীর্তি মামলায় তদন্ত শুরু হতে স্বপনবাবু গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। দুর্নীতির অভিযোগ থাকায় পঞ্চায়েত নির্বাচনে তাকে টিকিট দেওয়াও হয়নি।

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে বলে জানা গেছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এমন একাধিক ভুয়ো সংস্থা খুলে রেখেছিলেন। ফরেন্সিক বিভাগের সাহায্য নিয়ে সেগুলির খুঁটিনাটি তথ্য তুলে আনার চেষ্টা চলছে।

অন্যদিকে,গতকাল রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাওড়াতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । মঙ্গলবার সকাল থেকে নিঃশব্দে হাওড়ার দাসনগর এলাকার আলামোহন দাস রোডের একটি বাড়ি ও সাঁতরাগাছি এলাকার বাঁকসাড়ার আরও একটি বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। ৮ জনের একটি দল ওই বাড়ি দুটিতে ঢুকে তল্লাশি শুরু করে। মূলত ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার এস অ্যান্ড রায় কোম্পানির দুই আধিকারিকের বাড়ি সিবিআই তল্লাশি চালায়। কোম্পানির দুই আধিকারিক হল কৌশিক মাঝি ও পার্থ সেন ৷ তাদের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। সম্প্রতি এই দুই আধিকারিককে সিবিআইয়ের তরফে নিজাম প্যালেসের তলব করা হয়েছিল ৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওএমআর শিট মূল্যায়ন করার কাজ করেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক ৷ জানা যাচ্ছে, মানিক ভট্টাচার্য-সহ অন্য কার কার সঙ্গে কতবার তারা বৈঠক করেছিলেন, পাশপাশি ওএমআর শিট মূল্যায়নে তাদেরকে বিশেষ নির্দেশ কেউ দিত কি না তাও জানতে চাওয়া হয়েছে।