Manipur Violence: বিজেপি শাসিত মণিপুরে তালিবানি কায়দায় মাথা কেটে খুন, সিবিআই ঢুকছে আজই

এক নাবালক ও নাবালিকাকে খুনের পর মাথা কেটে নেওয়ার ছবি ভাইরাল হওয়ায় ফের অশান্ত মণিপুর। জাতিগত সংঘর্ষের জেরে এই খুন বলে জানিয়েছে মণিপুর পুলিশ। মৃত্যু…

CBI raided

এক নাবালক ও নাবালিকাকে খুনের পর মাথা কেটে নেওয়ার ছবি ভাইরাল হওয়ায় ফের অশান্ত মণিপুর। জাতিগত সংঘর্ষের জেরে এই খুন বলে জানিয়েছে মণিপুর পুলিশ। মৃত্যু ঘিরে ফের রণক্ষেত্র রাজধানী ইম্ফল। মৃত দুই জনই মেইতেই গোষ্ঠির। এই পরিস্থিতি (Manipur Violence) স্বাভাবিক করতে ফের মণিপুরে ইন্টারনেট স্তব্ধ। দুই কিশোর-কিশোরীর হত্যার তদন্ত সিবিআই করবে বলে জানায় মণিপুর সরকার। বুধবারই বিশেষ বিমানে ইম্ফলে যাচ্ছে সিবিআইয়ের দল। থাকবেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর।

সূত্রের খবর, তদন্তকারীদের দলে থাকবেন সিবিআইয়েরর সেকেন্ড-ইন কম্য়ান্ড অজয় ভাটনগর। ইতিমধ্যেই মণিপুরে উপস্থিত রয়েছেন সিবিআইয়ের যুগ্ন ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। এছাড়াও তদন্তকারী দলে স্পেশাল ক্রাইমের একাধিক শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন, যারা ঘটনাস্থল পুনর্নিমাণ, জেরা ও টেকনিক্যাল সার্ভেল্যান্সে পারদর্শী। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির আধিকারিকরাও যাচ্ছেন মণিপুরে।

   

গত জুলাই মাস থেকে এক কিশোর ও কিশোরী নিখোঁজ ছিল। সম্প্রতিই ওই দুই কিশোরীকে নৃশংসভাবে খুন করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মণিপুরে ফের পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবারই তাদের মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রায় শতাধিক পড়ুয়া বিক্ষোভ দেখাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তাদের মাঝপথেই আটকে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষুব্ধ পড়ুয়াদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্মোক বম্ব ব্যবহার করে। সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন পড়ুয়া আহত হয়েছে।

আগামী ১ অক্টোবর সন্ধে ৭টা ৪৫ মিনিট অবধি ইন্টারনেট বন্ধ থাকবে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ঘটনার সমস্ত আপডেট জানানো হচ্ছে।