লোকসভা ভোটের আগেই মমতার প্রিয় কেষ্টর বিচার শুরু

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিচারপর্ব। ফেব্রুয়ারি মাসে শুরু হবে অনুব্রতর বিরুদ্ধে বিচারপর্ব। মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি অনুব্রতর কাছে পোঁছে…

anubrata mondal

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিচারপর্ব। ফেব্রুয়ারি মাসে শুরু হবে অনুব্রতর বিরুদ্ধে বিচারপর্ব। মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি অনুব্রতর কাছে পোঁছে দিয়েছে সিবিআই। রিপোর্টের কপি-সহ এক লক্ষ পাতার নথি পোঁছে দিল সিবিআই। সুপ্রিম নির্দেশে অভিযুক্তদের কাছে নথি তুলে দিম CBI।

অনুব্রতর মামলার ট্রায়াল অর্থাৎ বিচারপর্ব এবার শুরু হচ্ছে। বিচারপর্ব শুরু হতে চলেছে ফেবরুয়ারি মাস থেকে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে গরু পাচার মামলার তদন্ত চলছিল তার ট্রায়াল শুরু হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সিবিআই এবং ইডি-র করা যে মামলা আছে গরু পাচার কাণ্ডে সেই মামলা চলছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সিবিআই তাদের তদন্ত শেষ করে তাদের ১ লক্ষ পাতার ফাইনাল চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটের কপি এবং সমস্ত নথি অনুব্রত মণ্ডল সহ- ১২ জন অভিযুক্তকে দিয়েছে তাদের দেখার জন্য এবং তাদের সুবিধার জন্য। পাশাপাশি আদালতকেও জমা দেওয়া হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি মাসেই আদালত যেদিন থেকে ডেট শুরু করবে সেদিন থেকেই ট্রায়াল শুরু হবে।

গরু পাচার কাণ্ডের যে সিবিআই তদন্ত করছিল সেই মামলা মোটামুটি শেষ। ট্রায়াল শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বলেই জানা যাচ্ছে।