IND vs ENG: ৪৩৬ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে হায়দরাবাদে। ম্যাচের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ৪৩৬ রানে…

India's first innings

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে হায়দরাবাদে। ম্যাচের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ৪৩৬ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সবচেয়ে বড় ৮৭ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। এছাড়া লোকেশ রাহুল ৮৬ ও যশস্বী জয়সওয়াল ৮০ রান করেন। প্রথম ইনিংসের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানের লিড পেয়েছে ভারত।

তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ব্যাট করতে নেমে ৪২১/৭ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। কিন্তু দিনের শুরুতেই মাত্র কয়েক ওভার খেলার পর রবীন্দ্র জাদেজাকে নিজের শিকারে পরিণত করেন জো রুট। এরপর ব্যাট করতে নামা জসপ্রীত বুমরাহকেও প্যাভিলিয়নে পাঠান তিনি। পরের ওভারে অক্ষর প্যাটেলকে বোল্ড করে ভারতের দশম উইকেট তুলে নেন রেহান আহমেদ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জো রুট।

অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। দুজনে প্রথম উইকেটে ৮০ (৭৫ বল) রান যোগ করার পর জ্যাক লিচের বলে ১৩তম ওভারে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা (২৪)। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া যশস্বী জয়সওয়াল ২৪তম ওভারে জো রুটের বলে আউট হন। দ্রুত গতিতে ব্যাট করতে থাকা জয়সওয়াল ৭৪ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন।

রপর ৩৫তম ওভারে মাত্র ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার কিছু সময়ের জন্য ইনিংসের হাল ধরেন এবং চতুর্থ উইকেটে ৬৪ (১০৬ বল) রান করতে সক্ষম হন। আইয়ার ৫৩ তম ওভারে ৩৫ রানের স্কোরে তার উইকেট হারান।

কেএল রাহুল জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংসের গতি বাড়ান। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া রাহুল ১২৩ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন। ষষ্ঠ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন জাদেজা ও কেএস ভরত। ৯১ তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন রান আউট হন। এরপর ক্রিজে থাকা জাদেজা অষ্টম ওভারে অক্ষর প্যাটেলের সঙ্গে ৭৮ (১৭৪ বল) পার্টনারশিপ গড়েন। ১৮০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮৭ রান করেন জাদেজা।