Loksabha election 2024: ৫৫৬ অভিযোগের পরেও নির্বাচনকে ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করল কমিশন

শুক্রবার অষ্টাদশ লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণের শুরু হয়েছে। সারা দেশে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ ছিল আজ। এই রাজ্যে তিনটি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে।…

Election Commission

শুক্রবার অষ্টাদশ লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণের শুরু হয়েছে। সারা দেশে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ ছিল আজ। এই রাজ্যে তিনটি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণই! এমনই দাবি করল নির্বাচন কমিশন। তবে সব মিলিয়ে আজ ৫৫৬টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের ঘরে। পাহাড় সমান অভিযোগের পরেও কমিশনের দাবি আজ নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ। ভোট পর্বের প্রথম দফার বিকেলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সবথেকে বেশি অভিযোগ এসেছে কোচবিহার থেকেই। সেখান থেকে কমিশনের কাছে গিয়েছে ২৬৯টি নালিশ। আলিপুরদুয়ার থেকে জমা হয়েছে ১৬২টি অভিযোগ এবং জলপাইগুড়ি থেকে ১২৫টি অভিযোগ কমিশনের কাছে জমা পড়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জমা পড়েছে ৮২টি অভিযোগ। আজ সারাদিনে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১২জনকে। তাদের মধ্যে ১০ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই সবগুলি গ্রেফতারিই হয়েছে কোচবিহার থেকেই।

প্রসঙ্গত আজ সকাল থেকে বুথ জ্যামের অভিযোগ আসে। বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীদের মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটে। পোলিং এজেন্টকে বুথ না বসতে দেওয়ার অভিযোগ আসে। দলীয় বুথে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। ১০টি ক্রুড বোমা উদ্ধার হয়েছে এদিন। তবুও মোটের ওপর ভোট শান্তিপূর্ণ বলেই রাজনৈতিক মহল। তবে ভোটের পরেও শীতলকুচিতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিজেপির বিরুদ্ধে ইভিএম লুটেরও অভিযোগ করে তৃণমূল। উল্লেখ্য আজ বাংলার সব বুথে ওয়েব কাস্টিং হয়েছে। ওয়েব কাস্টিং হল এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে কোন বুথে কী চলছে তার উপর নজর রাখতে সুবিধা হয় কমিশনের।এর ফলে কি কিছুটা হলেও কমল রাজনৈতিক হিংসা? জানা যাবে ভোটের ফল প্রকাশের পরে।