ফের কমছে তাপমাত্রা, আগামী সপ্তাহে ভোলবদল

কলকাতা: মোটের উপর ভালোই আবহাওয়া ছিল সরস্বতী পুজোর দিন৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বুধ ও বৃহস্পতিবার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে৷ যার জেরে ফিকে…

Weather Updates

কলকাতা: মোটের উপর ভালোই আবহাওয়া ছিল সরস্বতী পুজোর দিন৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বুধ ও বৃহস্পতিবার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে৷ যার জেরে ফিকে হয়ে যাওয়া শীতের ফের আগমন ঘটল৷ লেপ-কম্বল গুছিয়ে ফেলার কথা ভাবছেন সময় ঠিক সেই সময়ে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের কমছে তাপমাত্রা৷ তাই এখনই যাচ্ছে না শীত৷ ফের দু’দিনের জন্য ফিরবে ঠান্ডা৷ ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা৷ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস৷ ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ৷ শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ৷ বুধবার তিলোত্তমারর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷