আজ মেগা বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ প্রকাশ অভিষেকের

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় অভিষেক৷ সূত্রের খবর,…

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় অভিষেক৷ সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার ভার্চুয়ালি সাংগাঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তিনি৷

তৃণমূল সূত্রে খবর, বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ জানিয়ে দেবেন অভিষেক৷ ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন এই বৈঠকে৷ কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন-এই দুই ইস্যুকে সামনে রেখে কীভাবে বাড়ি-বাড়ি প্রচারে দল নামবে তাও তিনি বলে দেবেন৷

   

শুক্রবার বিকেল চারটে নাগাদ হবে এই ভার্চুয়ালি বৈঠক৷ যেহেতু একসঙ্গে প্রায় ৪০০ জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই৷ তাই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হবে৷ সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের আগেই নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে৷ সেই লিঙ্কে ক্লিক করেই ঠিক চারটের সময় অভিষেকের সঙ্গে বৈঠকে যোগ দিতে হবে৷ এই বৈঠকে রাজ্যসভার চার প্রার্থীও থাকবেন বলেও জানা গিয়েছে৷