রোদ ঝলমলে আকাশে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রোদ ঝলমলে আকাশ৷ বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ কিন্তু রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের…

কলকাতা: রোদ ঝলমলে আকাশ৷ বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ কিন্তু রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত৷ পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ এবং দিনাজপুরেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পুরুলিয়ায়৷ বৃহস্পতিবার সকালের দিকে শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা৷ শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে কলকাতায়৷

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ৷ বুধবার তিলোত্তমারর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷