লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাব সফরে মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত৷ এরই মধ্যে পাঞ্জাব সফরে যেতে পারেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা৷ ২১…

CM Mamata Banerjee

কলকাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত৷ এরই মধ্যে পাঞ্জাব সফরে যেতে পারেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা৷ ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের বকেয়া মিটিয়েই তিনি পঞ্জাবের উদ্দেশে রওনা দেবেন৷ এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে৷

সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারিই পঞ্জাবের স্বর্ণমন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি৷ রাজনৈতিক মহলের মত দিল্লি-পঞ্জাব সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলন আরও জোরদার করা নিয়ে আলোচনা হতে পারে৷

দিল্লি-হরিয়ানা সীমানায় আন্দোলনরত কৃষকদের উপর ড্রোন থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবারই কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে শুধু প্রতীকি প্রতিবাদ নয়, আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে পাঞ্জাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব হলেও কোথাও আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে গিয়েছে৷ কারণ, একদিকে তৃণমূল যেমন ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গে তারা একাই লড়বে, তেমনই আপও জানিয়েছে পঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হচ্ছে না৷ ফলে লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷