Tollywood Actress: ‘তথাগতকে ভালবাসতে হলে……..’- ডিভোর্সের পরও প্রাক্তনের চিন্তায় দেবলীনা

Tollywood Actress: বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্তকে চেনেন না এমন মানুষ নেই। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দেবলীনা। তবে দেবলীনার আরও একটি পরিচয়…

Tollywood Actress

Tollywood Actress: বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্তকে চেনেন না এমন মানুষ নেই। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দেবলীনা। তবে দেবলীনার আরও একটি পরিচয় আছে যা নিয়ে বারংবার মিডিয়ার প্রশ্নের সামনে পড়তে হয়েছে তাঁকে। অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী তিনি। ডিভোর্স না হলেও ছাড়াছাড়ি হয়ে গিয়েছে দুজনের। তবে শেষ হয়েও যেন হইল না শেষ…

কারণ মন থেকে তথাগতকে কখনোই ভুলতে পারেননি অভিনেত্রী। এখনও তথাগতই রয়েছে তাঁর মন জুড়ে। এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে সরস্বতী পূজায় বাঙালির প্রেম নিয়ে কিছু কথা শেয়ার করেন দেবলীনা। সেখানেই উঠে আসে তার জীবনের অজানা কাহিনী। তিনি জানিয়েছেন, “তথাগতকে ভালবাসতে হলে আমার তথাগতরই প্রয়োজন, এমনটা নয়।” বিচ্ছেদের পর নিজের মতো করে সবটা গুছিয়ে নিয়েছেন তিনি। যন্ত্রণা ভুলতে কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, জর্জ বার্নার্ড শ, কখনও ভারতীয় স্পিরিচুয়াল গুরু ওশো-র বই পড়েন দেবলীনা। তিনি মুভ অন করতে পারেন না। কারণ অভিনেত্রী যেই সময় বড় হয়ে উঠেছেন সেই সময়ে মুভ অনের চল ছিল না (Tollywood Actress0

   

তিনি জানিয়েছেন, ছোটবেলায় ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সরস্বতী পুজোটাই ছিল বাঙালির ভ্যালেন্টাইনস ডে। খানিকটা তাঁরও। ওইদিন সাজুগুজু করত হাইস্কুলের ছেলেমেয়েরা। হাইস্কুল রোম্যান্সের পিক এজ (peak age) ছিল সেটা। এই স্কুল, ওই স্কুল যাওয়া-আসাও ছিল। বাড়ি থেকে অনেক ছাড় পেত ছেলেমেয়েরা। অভিভাবকেরা কড়া হতেন না সে দিন ততটা। সিনিয়রদের নজরদাড়ি ছাড়াই পুজোটাকে উপভোগ করত হাইস্কুলের পড়ুয়ারা। ভীষণ পবিত্র এবং মিষ্টি ছিল পুরো বিষয়টা।

নিজের জীবনের প্রথম প্রেম সম্পর্কেও জানিয়েছেন অভিনেত্রী, তিনি জানান, ” আমার পাড়াতে প্রেম করেছিলাম একটা। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাঁকে মন দিয়ে দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কটায় ছিলাম। আমার পরিবার থেকে সম্মতি ছিল সেই প্রেমের। ক্লাস টেনে ওর সঙ্গে ভালবাসা বিনিময় করি। ওকে নিয়ে চলে যাই দাদুর টিউশনে। ৭ দিন ধরে সরস্বতী পুজোর জোগাড় চলত টিউশনে। সেই সাতটা দিন প্রেমেই পড়ে থাকত সকলে। আমার সেই প্রেমিকও যেত। কিন্তু সে আমার অতীত। প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ব্রেক-আপ হয়। তবুও সেই সময়টার সঙ্গে ব্রেক-আপ করতে পারি না আজও (Tollywood Actress)। আসলে সময়টাই মনে থাকে, মানুষ ফিকে হয়ে যায়। আমার সেই দাদু আজ নেই। কিন্তু ফেলে আসা বসন্তগুলো সেই টিউশনের আনাচে-কানাচে পড়ে থাকতে দেখি। এখনও, এত ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও আমার মনে ‘অপ্রচলিত’ ভিসিআরে ভেজে ওঠে ‘পহেলা নশা পহেলা খুমা, নয়া পেয়ার হ্যায়, নয়া ইন্তেজ়ার”।